Wellcome to National Portal
Main Comtent Skiped

সম্প্রতি কর্মকান্ড
  • ‘প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ ২০২৩’ কার্যক্রম মাগুরা জেলায় নির্ধারিত ৬৪টি পিএসইউতে আগামি ০১ মার্চ ২০২৩ খ্রি. থেকে ২০ মার্চ ২০২৩ খ্রি. ২০ দিনব্যাপী ডিজিটাল পদ্ধতি, CAPI (Computer Assisted Personal Interviewing) ব্যবহার করে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এ লক্ষ্যে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে সদরদপ্তরে মাস্টার ট্রেইনারগণের প্রশিক্ষণ শুরু হয়েছে, যা ২০ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত চলমান থাকবে। পরবর্তিতে ২২-২৪ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত তথ্য সংগ্রহকারীগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

 

 

  • স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকল্প এর মাগুরা জেলার ১১ টি নমুনা এলাকা হতে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, বহির্গমন ও আগমন সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়।

 

  • জেলার নির্ধারিত ১১৪ টি দাগগুচ্ছ হতে কৃষি ভূমির বাস্তব ব্যবহারের তথ্য সংগ্রহ, বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী ফসলের হিসাব, ফসল উৎপাদন, ফলন হার, কৃষি মজুরী ও উৎপাদন খরচ হার নিরূপন করা হয়।
  • মাগুরা জেলার শহর ও গ্রামের নির্ধারিত ২ টি বাজার হতে বাজার দর সংগ্রহ করা হয়। এটি ভোক্তার মূল্য সূচক (CPI) প্রণয়নে গুরু্ত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
  • সারা দেশের ন্যায় মাগুরা জেলায় ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ এর মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহার জরিপ ২০২৩ গত ০১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. হয়েছে যা, ৩০ এপ্রিল, ২০২৩ খ্রি. CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতিতে পরিচালিত হবে।
  • Quantum Index of Industrial Product (QIIP) এর তথ্য সংগ্রহ করা হয়।
  • Building Materials Price Index (BMPI) এর তথ্য সংগ্রহ করা হয়।
  • Wage Rate Index (WRI) এর তথ্য সংগ্রহ করা হয়।